৮ এপ্রিল, ২০২০ ১০:১১

করোনাভাইরাস: লকডাউনে আরও কঠোর হলো ফ্রান্স

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস: লকডাউনে আরও কঠোর হলো ফ্রান্স

বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে ৮২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ লাখের বেশি। তবে সুস্থ হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

এদিকে, করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় দিনের বেলা বাড়ির বাইরে ব্যায়াম নিষিদ্ধ করেছে প্যারিস কর্তৃপক্ষ। সন্ধ্যার পর নিজ বাড়ির আধা কিলোমিটারের মধ্যে ব্যায়াম করার নিয়ম করা হলো নতুন করে। এ নিয়ম বুধবার থেকে কার্যকর হবে।

করোনা ভাইরাসের প্রকোপের মাঝেও প্যারিসের অনেকে রাস্তায় ব্যায়ামে বের হওয়ার কারণে কর্তৃপক্ষ এমন বিধিনিষেধ প্রয়োগ করতে বাধ্য হলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর