শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
রাজশাহীতে শনাক্ত হয়নি করোনা রোগী, প্রস্তুত ১০ চিকিৎসা কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহী বিভাগে এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের কোনো রোগী শনাক্ত হয়নি। তবে এরই মধ্যে শুধু রাজশাহী জেলায় প্রস্তুত করা হয়েছে ১০টি চিকিৎসা কেন্দ্র। প্রস্তুত আছেন চিকিৎসক এবং নার্সরাও। আরও দুটি বেসরকারি হাসপাতালকে করোনার চিকিৎসা কেন্দ্র হিসেবে প্রস্তুত করার প্রচেষ্টা চলছে। এছাড়া নগরীতে ফাঁকা পড়ে থাকা কয়েকটি ভবনের বিষয়েও চিন্তাভাবনা চলছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ রোগের চিকিৎসার জন্য জেলায় ১০টি চিকিৎসা কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব চিকিৎসা কেন্দ্রে ৪৬২টি শয্যা আছে। তবে করোনার রোগীদের জন্য প্রস্তুত আছে ১১৫টি শয্যা। পর্যাপ্ত চিকিৎসক এবং নার্সও প্রস্তুতি নিয়ে রেখেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে চিকিৎসা সংশ্লিষ্টদের মাঝে ১ হাজার ১৭টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ করা হয়েছে। আরও ২ হাজার ২০টি পিপিই মজুত আছে। প্রয়োজন হলে আরও পিপিই আনা হবে।
এদিকে, কোনো রোগীর মাঝে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ দেখা দিলে তাকে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে আইসোলেশনে রাখা হচ্ছে। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে স্থাপিত করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
করোনার চিকিৎসায় রামেক হাসপাতালে গঠিত চিকিৎসা কমিটির প্রধান ডা. আজিজুল হক আযাদ বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১ এপ্রিল ল্যাবে পরীক্ষা শুরু হয়। বুধবার পর্যন্ত ২৪৩টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজশাহী বিভাগের কোনো রোগীর নমুনায় করোনার উপস্থিতি পাওয়া যায়নি। শুক্রবারও ল্যাবে ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা চলছে।
তিনি বলেন, নমুনা সংগ্রহের হার দিনদিন বাড়ছে। বেশি বেশি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে করোনা পরিস্থিতি সম্পর্কে জানা সম্ভব।
ডা. আযাদ বলেন, করোনা রোগী এখনো শনাক্ত না হলেও রাজশাহী ঝুঁকির বাইরে নয়। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর