শিরোনাম
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
পঞ্চগড়ে ৪৭৩ জন হোম কোয়ারেন্টাইনে
পঞ্চগড় প্রতিনিধি
অনলাইন ভার্সন

গণপরিবহন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পঞ্চগড়ে ফেরা ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পঞ্চগড় জেলায় ৪৭৩ জন ব্যক্তি বিভিন্নভাবে বাসায় ফিরেছেন। তারা সবাই এখন ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে বোদা উপজেলায় ১০২ জন, আটোয়ারী উপজেলায় ১৪৩ জন, দেবীগঞ্জ উপজেলায় ৮৬ জন, সদর উপজেলায় ৭৩ জন এবং তেঁতুলিয়া উপজেলায় ৬৯ জন। পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা ও নারায়ণগঞ্জসহ কয়েকটি জেলায় করোনাভাইরাসের বিস্তার লক্ষ্য করা গেলে ওই দুই জেলায় কর্মরত পঞ্চগড়ের বাসিন্দারা নিজ বাড়িতে ফিরতে শুরু করেন। গণপরিবহণ বন্ধ থাকার পরও বিভিন্নভাবে এসব ব্যক্তি নিজেদের বাসায় ফিরেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিভিন্নভাবে স্থানীয়রা বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অবহিত করেন।
এরই প্রেক্ষিতে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নেতৃত্বে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা এসব ব্যক্তিদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন।
এসব ব্যক্তিদের প্রত্যেক বাড়িতে বাধ্যতাম‚লক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য মোবাইল নাম্বার সংবলিত স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইন না মানলে বিষয়টি স্থানীয় পুলিশের কাছে অবহিত করার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে বিভিন্ন দেশ থেকে পঞ্চগড়ে ৯৮৭ জন ব্যক্তি নিজ বাসায় ফিরেছেন। এদের মধ্যে ৯৮৪ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। ৩ জন এখনও হোম কোয়ারেন্টিনে রয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, ফেসবুক, ফোনসহ বিভিন্ন মাধ্যমে এদের আসার বিষয়টি জানতে পেরে আমরা তাদের প্রত্যেকের বাসায় গিয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছি। এজন্য প্রত্যেকটি থানা পুলিশের সদস্যরা মনিটরিং করছেন। আতঙ্কিত না হয়ে তিনি সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিরা যদি এ আদেশ কেউ অমান্য করেন তবে নিকটস্থ থানায় বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর