কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর সুদ না নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত সময়ে ক্রেডিট কার্ডের বিলে কোনো ধরনের অতিরিক্ত সুদ নেওয়া যাবে না।
গত ১৫ মার্চের পর যদি কোনো ব্যাংক সুদ আরোপ করে এবং তা আদায় করা হয়ে থাকে, তাহলে তা ফেরত দিতে বা সমন্বয় করতেও প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা