হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ১১ জন চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নেয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, তিন থেকে সাতদিনের জন্য হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে। তবে করোনা ট্রায়াজ কর্নার ও আইসোলেশন ইউনিটের সেবা অব্যাহত থাকবে।
এর আগে, করোনা পরিস্থিতিতে হবিগঞ্জে লাখাই ও চুনারুঘাট উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। এ পর্যন্ত হবিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন