চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আজ (বৃহস্পতিবার) দুটি বড় প্যানেল ঘোষণা হতে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির এককভাবে কেন্দ্রীয় সংসদ ও সব হল সংসদের পূর্ণাঙ্গ প্যানেল দিচ্ছে। কেন্দ্রীয় ও মেয়েদের হল সংসদে ইসলামী ছাত্রী সংস্থা সমন্বিতভাবে অংশ নেবে। আজ বিকাল ৩টায় শিবির তাদের প্যানেল ঘোষণা করবে। এদিকে এদিন দুপুর ১২টায় জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় ও চবি শাখার নেতারা। তবে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক সিনিয়র নেতা বলেন, ‘প্যানেল দিলেও দিতে পারে। তবে সেটি নির্বাচনের জন্য নয়, লোক দেখানোর জন্য।’ অন্যদিকে নির্দলীয় ব্যানারে বিভিন্ন নামে শিক্ষার্থীদের আরও কয়েকটি প্যানেল ঘোষণা হতে পারে।
এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় এক দিন করে বাড়িয়েছে। ফলে আজ (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এর আগে মঙ্গলবার ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন এবং বুধবার ছিল জমাদানের শেষ সময়। তবে ছাত্রদলের লিখিত আবেদনের পর গতকাল দুপুরে কমিশন এই সিদ্ধান্ত নেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান রাখতে মনোনয়নপত্র বিতরণ ও জমার সময় যথাক্রমে ১৭ ও ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।’ অপরদিকে, গতকাল পর্যন্ত মোট ১১৬২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। এর মধ্যে চাকসুতে ৫২৮টি ও হল সংসদে ৬৩৪টি। গতকাল পর্যন্ত জমা পড়েছে ৩৭১টি- কেন্দ্রীয় সংসদে ১২৫টি এবং হল সংসদে ২৪৬টি। বর্ধিত সময়সূচি অনুযায়ী আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর এবার ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা আছে।