খুলনা মহানগরীর লবণচরা প্রত্যাশা আবাসিক এলাকার ৪ নম্বর গলিতে একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এলাকাটি লকডাউন করা হয়েছে।
সোমবার জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১ (২) ধারা অনুসারে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রত্যাশা আবাসিক এলাকার ৪ নম্বর গলির নির্দিষ্ট অংশ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেন।
উক্ত এলাকায় জনসাধারণের প্রবেশ ও বাহির নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ