প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে পুরো বিশ্ব। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে বহু সংখ্যক মানুষের। এমন পরিস্থিতির মাঝেও ইউরোপে বিভিন্ন দেশে করোনার বিধিনিষেধ শিথিলের পথে হাঁটছে। তবে এখনই এনিয়ে ভাবছে না যুক্তরাজ্য।
সোমবার ব্রিটিশ জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আরগার বলেছেন, করোনাভাইরাস লকডাউন শিথিল করার সময় এখনো আসেনি। স্কাই নিউজকে আগার বলেছেন, ‘এ ব্যাপারে বিজ্ঞান আমাদের পথ দেখাবে। এবং এই মুহূর্তে বিজ্ঞান বলছে না যে লোকজনের ওপর আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য আমরা প্রস্তুত।’
আরগারের মতে ব্রিটেন ‘অনেক উন্নতি করলেও আমরা এখনো ওই জায়গায় পৌঁছাইনি।’
তিনি আরও যোগ করেছেন, লকডাউন শিথিল করার ব্যাপারে আলোচনা চলছে এবং এখন বিধিনিষেধের মধ্যেই থাকতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ