৩১ মে, ২০২০ ২১:৪৭

মনোহরগঞ্জে নতুন ৪ জনের করোনা শনাক্ত

লাকসাম প্রতিনিধি

মনোহরগঞ্জে নতুন ৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

কুমিল্লার মনোহরগঞ্জে আজ রবিবার নতুন করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে উপজেলার ঝলম এলাকার দুইজন এবং খিলা এলাকার দুইজন। 

এতে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়িয়ছে। এর মধ্যে ৬ জন সুস্থ হয়েছেন। তবে এখানে করোনায় এখন পর্যন্ত কেউ মারা যাননি। 

আজ রবিবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মে) ৪ জনের নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। আজ রবিবার দুপুরে তাদের সকলের রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এদিকে ওই চারজনের পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যায়।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাসা-বাড়িতে থাকার পরামর্শ দেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর