২ জুলাই, ২০২০ ১৩:৫৪

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ছাড়ালো ৫০ হাজার!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ছাড়ালো ৫০ হাজার!

যুক্তরাষ্ট্রে এই প্রথমবারের মতো একদিনের ব্যবধানে দেশটিতে নতুন করে ৫০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। 

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টায় মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানায়, শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে  ৫২ হাজার ৯৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদিকে দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, আগামীতে যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্তের সংখ্যা ১ লাখও ছাড়িয়ে যেতে পারে।   

দেশটিতে সব মিলিয়ে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জনে। এর মধ্যে ১ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের মৃত্যু হয়েছে। 

সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যই লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার বিশ্বাস কোনো একটা পর্যায়ে হুট করে করোনা ভাইরাস নির্মুল হয়ে যাবে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর