দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় আরও চিকিৎসক, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ ৩৪ জনের করোনা ভাইরাস শনাক্ত। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৭৩ জন। এর মধ্যে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য বিভাগের ৬৫ জন আক্রান্ত রয়েছে। তবে ২৪ ঘন্টায় সুস্থও হয়েছে ২২ জন। এনিয়ে জেলায় সুস্থ হলেন ৬১০ জন। এ পর্যন্ত জেলায় করোনায় একজন চিকিৎসকসহ মৃত্যু হয়েছে ২২ জনের।
এইসব নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ২৭জন, বীরগঞ্জে দুইজন, বিরলে একজন, ফুলবাড়ী দুইজন, বিরামপুরে একজন করোনায় শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত রোগী ১০৭৩জন। এর মধ্যে পুরুষ ৭৯২জন, নারী ২৪৩ জন ও শিশু ৩৮ জন রয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৩৯৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১২ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার