দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারীতে দুই হাজার ৪৯৬ জন মারা গেছেন। গত এক দিনে দুই হাজার ৭৩৩ জন করোনায় পজিটিভ এসেছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। নতুন এক হাজার ৯৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বিডি-প্রতিদিন/শফিক