চাঁদপুরে আরও ২৮ জনের করোনা পজিটিভ হয়েছে। তন্মধ্যে চাঁদপুর সদরে ১ জন, ফরিদগঞ্জে ১ জন, হাজীগঞ্জে ৭ জন, কচুয়ায় ৪ জন, শাহারাস্তিতে ৬ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন, ও হাইমচরে ২ জন। নতুন শনাক্তদের মধ্যে উপসর্গে মৃত শাহরাস্তির আবু সুফিয়ান (৭৫) ও কচুয়ার শাহ আলম (৬৬) রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৪৮৯ জন। মৃতের সংখ্যা ৭০ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে, সোমবার ঢাকা থেকে ৬৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৮টি রিপোর্ট পজেটিভ বাকি ৩৫টি নেগেটিভ।
চাঁদপুরে মোট আক্রান্ত ১৪৮৯ জনের মধ্যে সদরে ৫৫২ জন, ফরিদগঞ্জে ১৭৪ জন, হাজীগঞ্জে ১৪৮জন, কচুয়ায় ৬৮জন, শাহরাস্তিতে ১৫৫জন, মতলব উত্তরে ১০৯জন, মতলব দক্ষিণে ১৬৯জন ও হাইমচরে ১১৪ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার