১০ আগস্ট, ২০২০ ১৩:৫৯

দিনাজপুরে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৪৭ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ জনে। 

আজ সোমবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে হত ২৪ ঘণ্টায় ৪৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুর সদরে ২৬ জন, বিরলে পাঁচজন, পার্বতীপুরে পাঁচজন, ফুলবাড়ীতে চারজন, চিরিরবন্দরে চারজন, হাকিমপুরে একজন, নবাবগঞ্জে দুইজন রয়েছে।

এদিকে, দিনাজপুরের গতকাল রোববার বিকেলে করোনা আক্রান্ত দিনাজপুরের জেলা জজ আজিজ আহম্মেদ ভুঁইয়া ও স্ত্রী মৌসুমী আকতারকে ঢাকায় নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ২ হাজার ১৪২ জন করোনা আক্রান্তের মধ্যে ১ হাজার ৪৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪২ জন।

বিডি প্রতিদিন/এজে

সর্বশেষ খবর