১০ আগস্ট, ২০২০ ১৪:২০

যুক্তরাষ্ট্রে ১৪ দিনেই আক্রান্ত ৯৭ হাজার শিশু

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে ১৪ দিনেই আক্রান্ত ৯৭ হাজার শিশু

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্কুল খুলে দেওয়ার তোড়জোড় চলছে। তবে এর মধ্যেই জানা গেলে ভয়াবহ তথ্য। দেশটিতে শুধু গত জুলাইয়ের শেষ দুই সপ্তাহে অন্তত ৯৭ হাজার শিশু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর সিবিসি নিউজের। 

আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চিল্ডড্রেন্স'স হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত তিন লাখ ৩৮ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়। আর শুধু ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ৭৯ হাজার শিশু করোনায় আক্রান্ত হয়েছে।

এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো, যখন দেশটির বিভিন্ন রাজ্যে স্কুল খুলে দেওয়ার তোড়জোড় চলছে।

করোনায় বেশি শিশু শনাক্তের তালিকায় রয়েছে দেশটির মিসৌরি, ওকলাহোমা, আলাস্কা, নেভাদা, ইদাহো এবং মন্টানা রাজ্যগুলো।

নিউইয়র্ক সিটি, নিউ জার্সি এবং দেশটির অন্যান্য উত্তরপূর্বাঞ্চলের রাজ্য গত মার্চ এবং এপ্রিলে করোনার সংক্রমণ চূড়ায় ছিল, তবে সেসময় এসব অঞ্চলে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার হার ছিল কম।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে সামনের সারিতে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪ জন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর