চাঁদপুরে আরও ২৬ জনের করোনা পজিটিভ হয়েছে। সোমবার চাঁদপুরস্থ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ১১৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ২৬টি পজিটিভ ও বাকী ৯২টি নেগেটিভ।
পজিটিভ ২৬ জনের মধ্যে সদরে ৪ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ২ জন, কচুয়ায় ১ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৫ জন ও হাইমচরে ২জন রয়েছেন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৩৩ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৫ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন