কুমিল্লায় নতুন করে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৮২ জনের। জেলায় এ দিনে ৪২ জনসহ সর্বমোট সুস্থ হয়েছে ৪ হাজার ৭৯৫ জন।
সোমবার একজন চান্দিনায় একজনসহ এ পর্যন্ত মোট মারা গেছেন ১৫৭ জন। সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে রয়েছে কুমিল্লা নগরীতে ৩২ জন, চৌদ্দগ্রাম, বরুড়া, লাকসাম, ব্রাহ্মণপাড়ায় দুইজন করে, নাঙ্গলকোট চারজন ও চান্দিনায় একজন।
এ দিন নতুন করে কুমিল্লা নগরীতে ৩৫ জন, বরুড়া ছয়জন ও নাঙ্গলকোটে একজনসহ ৪২ সুস্থ হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৯ হাজার ২১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৮ হাজার ৩৪৯টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন