করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার।
জানা গেছে, করোনার উপসর্গ থাকায় সোমবার সকালে নমুনা দেন গোলাম কিবরিয়া। রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন