বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৩০টি।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪৬ জন এবং দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪০ জনের।
বাংলাদেশে এ পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।
বিডি প্রতিদিন/ফারজানা