কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং তিনজন নারী। তথ্যগুলো নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
তিনি জানান, করোনা পজিটিভ হয়ে মারা গেছেন, কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা এলাকার আবদুর সাত্তার (৬০)। উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, চাঁদপুর শাহরাস্তির দীপাক (৫০), কুমিল্লার নগরীর রানীর দীঘির পাড় এলাকার রসি বেগম (৮৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আমেনা বেগম (৫৫), কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া গ্রামের রিপা আক্তার (৩৭)।
সূত্র আরো জানায়, কুমেক হাসপাতালে এই পর্যন্ত ৩৭৩ জন মারা গেছেন। তার মধ্যে ৪৯ মারা গেছেন করোনা পজিটিভ হয়ে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।
বিডি প্রতিদিন/হিমেল