চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জে ২ জন, মতলব উত্তরে ৪ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ২ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৪ জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, বুধবার চাঁদপুরস্থ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৮৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি রিপোর্ট পজিটিভ।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ২ হাজার ৬৪ জন করোনা আক্রান্তের মধ্যে ৭৬ জন মারা গেছেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর