পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, তার স্ত্রী ও দুই কন্যার করোনা পজেটিভ এসেছে। বিষয়টি বুধবার সকালে তার ব্যক্তিগত সহকারী মো. আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য কমপ্লেক্সের আইডিসিআর ল্যাবে নমুনা দেন তারা। বুধবার সকালে মহাখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মো. সাজ্জাদ আহম্মেদ জানান, এস এম শাহজাদা, তার স্ত্রী ও দুই কন্যা করোনা পজিটিভ। তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে। আপাতত তার বাড়ি লকডাউন করা হয়েছে। তারা সবাই বাসায় হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করবেন।
এদিকে গলাচিপা-দশমিনাবাসী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ সংসদ সদস্যের করোনাভাইরাসে সংক্রমণের খবর শুনে দ্রুত তার সুস্থতা কামনা করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ