কুমিল্লার লাকসামে আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৪ জন। মোট মারা গেছেন ১১ জন। আর সুস্থ হয়েছেন ৩৪৬ জন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ২৭টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ ও অন্য ২৩ জনের নেগেটিভ। নতুন আক্রান্ত চারজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৮৫, ৩৮, ৩২ ও ৩১ বছর।
লাকসাম উপজেলা স্বাস্থ্য বিভাগ গঠিত করোনা র্যাপিড রেসপন্স টিমের অন্যতম সদস্য ও মেডিকেল অফিসার ডা. আবদুল হান্নান ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় বুধবার পর্যন্ত ১ হাজার ৭৩০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৭১০টি রিপোর্ট পাওয়া গেছে।
প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১ হাজার ৩১৬টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ২০টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১১ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৬ জন। অন্য ৩৭ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/এমআই