কুমিল্লায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৮০১ জন। ২৪ ঘন্টায় কুমিল্লায় ২৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ চার হাজার ৮৬১ জন। এ দিন কুমিল্লায় কেউ মারা যায়নি। মোট মারা গেছেন ১৫৯জন। কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস তথ্য জানায়।
বুধবার সিভিল সার্জন অফিস জানায়, নতুন আক্রান্ত ৭৩ জনের মধ্যে ২২ জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন- চান্দিনা ও লালমাইতে তিনজন করে, চৌদ্দগ্রাম, বুড়িচং, দেবিদ্বার ও হোমনায় সাতজন করে,মনোহরগঞ্জ,মুরাদনগর ও লাকসামে চারজন করে,আদর্শ সদর ও তিতাস দুইজন করে, নাঙ্গলকোটে একজন। জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৬২৬ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৮ হাজার ৮২১ জনের।
বিডি প্রতিদিন/এ মজুমদার