ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অভিযোগে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্তু বোয়ালমারী পৌরবাজার ও উপজেলার একটি বেকারিতে অভিযান চালিয়ে মোট পাঁচজনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডবিধি ২০১৮ এর ৩২(১)/৪৮, ২৯/৪৬, ১৮৬০ এর ১৮৮ ধারায় পৌরবাজারের লিটু রায়, প্রমল সরকারসহ চারজনকে ১ হাজার ৯০০ টাকা ও বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের বাইজিদ বেকারিকে ওজনে কম দেওয়ায় দণ্ডবিধি ২০১৮, ২৫ (১)/৪১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। তিনি নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ইউএনও সকল ক্রেতা-বিক্রেতাদের মাস্ক ব্যবহারের জন্য সতেচন করেন।
বিডি প্রতিদিন/এমআই