ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। টেলিভিশনে এক বিবৃতিতে একজন মুখপাত্র সিমা সাদাত লারি জানান, করোনাভাইরাসে মত্যুর সংখ্যা এখন ২০,১২৫। সর্বশেষ ২৪ ঘন্টায় সেখানে ২,৪৪৪ জনের নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৩ লাখ ৫০ হাজার ২৭৯। ইরানে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা আবার উদ্বেগজনকভাবে বাড়ছে।গত মে মাসে সেখানে সংক্রমণ আবার বেড়ে গিয়েছিল এবং এরপর মানুষের চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করা হলেও সংক্রমণের হার এখনো উঁচু। সূত্র : বিবিসি বাংলা।
বিডি-প্রতিদিন/শফিক