শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৩৫ জন।
জেলার রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. আ. রশিদ জানিয়েছেন, শরীয়তপুরে ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রন্ত হয়েছেন ১ হাজার ৪৩৫ জন।
এখন পর্যন্ত জেলায় ১ হাজার ১৮৪ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। আর গতকাল নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন।
এদিকে, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সাধারণ মানুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছে না বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই