মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামের আবির হোসেন নামের ৬ বছর বয়সী এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। সে বাড়ি বাঁকা গ্রামের মামুন হোসেনের ছেলে।
সিভিল সার্জন ডা. নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ২৩ জনের পজিটিভ রিপোর্ট আসে তার মধ্যে বাড়ি বাঁকা গ্রামের ৬ বছরের এক শিশুর করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি আরো বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২১ জন ও গাংনী উপজেলায় রয়েছে ২ জন।
বিডি প্রতিদিন/আল আমীন