দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদরের এম এ শহীদ (৪০) এবং চিরিরবন্দরের আব্দুস সাত্তার (৬৫) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্য ৫৩ জন। একই সময়ে আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৫১ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৮৫ জন সুস্থসহ ২০০৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে ৫২১ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১২ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন।
এ সব তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ৩৪ জনের মধ্যে দিনাজপুর সদরে ২৩ জন, বিরলে দুইজন, বিরামপুরে দুইজন, চিরিরবন্দরে দুইজন, ঘোড়াঘাটে একজন, কাহারোলে দুইজন ও নবাবগঞ্জে দুইজন করোনায় আক্রান্ত হয়েছে।
তিনি আরও জানান, বুধবার রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ২৫৪ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৩৪ জনের করোনা পজিটিভ, ৪টি ফলোআপ পজিটিভ আর বাকী ২১৬ টি নেগেটিভ এসেছে।
এ পর্যন্ত ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১৪৫৪৪টি আর ফলাফল এসেছে ১৪১৯৪টি নমুনার। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৯৬টি। এছাড়াও জেলায় ১১০ জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন