বাগেরহাট সদরের যাত্রাপুর গ্রামে করোনায় আক্রান্ত হয়ে শেখ মোহাম্মদ আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনা স্বাস্থ্যবিধি মেনে তাকে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফর করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১৯ জন মারা গেলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে বাগেরহাট সদর উপজেলায় ৩ জন, ফকিরহাট উপজেলায় ১০ জন, মোংলা উপজেলায় ২ জন, মোরেলগঞ্জে ১ জন, কচুয়ায় ১ জন, মোল্লাহাটে ১ জন ও শরণখোলায় ১ জন। স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আল আমীন