কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৫১ জনে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন অফিস জানায়, বৃহস্পতিবার আক্রান্ত ৫০ জনের মধ্যে ২৪ জন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন, চান্দিনা ও সদর দক্ষিণের সাতজন করে, বুড়িচং চারজন, দাউদকান্দি, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে একজন করে এবং বরুড়ায় পাঁচজন আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৬ হাজার ৪৫১ জন করোনা আক্রান্তের মধ্যে ৪ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৬১ জন।
বিডি প্রতিদিন/ আবু জাফর