রাজবাড়ীতে নতুন করে আরো ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২২৩৩। আক্রান্তদের মধ্যে ১২২০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত সোমবার রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ সন্দেহে ১৩৭ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলারয় ৩২ জন, পাংশা উপজেলায় ১৩ জন, কালুখালী উপজেলায় ৭ জন, গোয়ালন্দ উপজেলায় ৩ জন। নতুন করে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ প্রদান করা হচ্ছে। অপেক্ষাকৃত খারাপ রোগীকে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির প্রক্রিয়া চলছে। রাজবাড়ীতে করোনায় এ পর্যন্ত ১৮ জন মৃত্যুবরণ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন