করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এই প্রথমবারের মতো তিনজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। দেশটির চিয়াংশি প্রাদেশিক স্বাস্থ্য কমিশন তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। তাছাড়া নানচাং পৌর স্বাস্থ্য কমিটি এবং চীনের স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ওই বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি।
চিয়াংশি প্রাদেশিক স্বাস্থ্য কমিশন জানায়, ১৯ আগস্ট চিয়াংশি প্রদেশে করোনাভাইরাস আক্রান্ত নতুন তিন ব্যক্তি শনাক্ত হন। তারা সবাই বাংলাদেশি নাগরিক। ১৭ আগস্ট একটি চার্টার্ড ফ্লাইটে তারা নানচাং পৌঁছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল।
গত বুধবার পর্যন্ত চিয়াংশি প্রদেশে চীনের বাইরে থেকে আসা মোট পাঁচজনের শরীরে করোনা পাওয়া যায়। তাদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বাংলাদেশি।
এ ছাড়া গত বুধবার পর্যন্ত চিয়াংশি প্রদেশে মোট ৯৩০ জন স্থানীয় নাগরিক করোনায় আক্রান্ত হন, যাদের মধ্যে ৯২৯ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। এই প্রদেশে টানা ১৭৪ দিন কোনো নতুন স্থানীয় ব্যক্তি আক্রান্ত হিসেবে শনাক্ত হননি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ