দিনাজপুরে গত ২৪ ঘন্টায় আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হলো ২৬৮০ জন। তবে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৭ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ২০৪২ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ৫৩ জন।
এসব তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ২৯ জনের মধ্যে দিনাজপুর সদরে ১১ জন, বিরলে একজন, চিরিরবন্দরে তিনজন, ফুলবাড়ীতে দুইজন, ঘোড়াঘাটে একজন, খানসামায় চারজন, নবাবগঞ্জে একজন ও পার্বতীপুরে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন