রাজবাড়ীতে আরও ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৯২ জনে। শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৮ আগস্ট রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে করোনাভাইরাস উপসর্গে ১১৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সন্ধ্যায় নতুন করে ৫৯ জন আক্রান্ত হয় বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন, পাংশা উপজেলার ১২ জন, কালুখালী উপজেলার ১ জন, গোয়ালন্দ উপজেলার ৫ জন এবং বালিয়াকান্দি উপজেলার ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন