কুমিল্লা নতুন করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৯২ জনের। সুস্থ হয়েছেন আরও ছয় জন। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৯১৮ জন। শুক্রবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য জানায়।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের ১৪ জন, চৌদ্দগ্রামের ১০ জন, নাঙ্গলকোটের ছয় জন, লাকসামের চার জন, বরুড়া ও মনোহরগঞ্জের তিনজন করে এবং লালমাইয়ের একজন।
এদিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চৌদ্দগ্রামের একজন করোনা রোগী। জেলায় এ পর্যন্ত মারা যান ১৬২ জন করোনা রোগী।
বিডি প্রতিদিন/আল আমীন