সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ল্যাবে আরও ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দৈনিক নমুনা পরীক্ষা শেষে আক্রান্তদের শনাক্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূর নবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জের ১৯, মৌলভীবাজারের ১৫ ও হবিগঞ্জের ৮ জন রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত