করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আঘাত হেনেছে প্রাণঘাতী এই ভাইরাস।
দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী কিম গাংলিপ শুক্রবার বলেছেন, গত ৮ মার্চের পর দেশে প্রথমবার একদিনে তিন শতাধিক রোগী শনাক্ত হয়েছে।
টানা অষ্টম দিন দক্ষিণ কোরিয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন অঙ্কের ঘরে থাকলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কেবল জেজু আইল্যান্ড বাদে প্রত্যেক প্রদেশে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ