দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় সদরে করোনা উপসর্গ নিয়ে মরিও বিশ্বাস (৭২) নামে এক বৃদ্ধ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৬৩ জন। একই সময়ে চিকিৎসকসহ ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৭৭ জনে। তবে একই সময়ে ৩৬ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ২৪৫৫ জন।
জেলায় বর্তমানে ৩৭৭ জন হোম আইসোলেশনে এবং ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি রয়েছে ৫৫ জন।
এ তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ২০ জন রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১৮ জন, হাকিমপুরে একজন ও কাহারোলে একজন।
তিনি আরও জানান, সোমবার রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ৯৫টি নমুনার ফলাফলের মধ্যে নতুন ২০ জনের করোনা পজিটিভ, ৩টি ফলোআপ পজিটিভ আর বাকি ৭২টি ফলাফল নেগেটিভ এসেছে।
এ পর্যন্ত ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১৬৯০৯টি আর ফলাফল এসেছে ১৬৩৬৩টি নমুনার। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৯৬টি। একই সময়ে নতুন করে দিনাজপুর জেলায় ৬৭ জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন