টানা তিন করোনায় মৃত্যুহীন কাটিয়েছে সিলেট। এছাড়াও এ বিভাগে প্রায় প্রতিদিনই পজিটিভ শনাক্তের চাইতে সুস্থ লোকের সংখ্যা বেশি। এ যেন সিলেটের জন্য বড় এক সুখবর।
এদিকে, গতকাল সোমবার সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ৮০, সুনামগঞ্জের ১৮ ও হবিগঞ্জে ২৩ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৮৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭৫৩, সুনামগঞ্জে ২০৬৫, হবিগঞ্জে ১৫৬২ ও মৌলভীবাজার জেলায় ১৫০৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩০ জন। এর মধ্যে সিলেটে ৬৯, সুনামগঞ্জে ১৪, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৫১, সুনাগঞ্জে ৩৬, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ৩৬ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৯৫৮ জন। এর মধ্যে সিলেটে ৪১৭৩ সুনামগঞ্জে ১৬৯৪, হবিগঞ্জে ১০২৮ ও মৌলভীবাজারে ১০৬৩ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকালও করোনা কারো প্রাণ কাড়েনি। তাই মোট মৃতের সংখ্যা আগের মতো ১৮৭। এর মধ্য সিলেটে ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।
বিডি প্রতিদিন/আরাফাত