সিলেটে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮২ জন। আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা শেষে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ার ৩ জন, মৌলভীবাজার সদর উপজেলার ১ ও বাকি ১৫ জন সিলেট মহানগরের বাসিন্দা।
এদিকে, মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা শেষে ৬৩ জনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। করোনায় আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৭ জন, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১০ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত