ভারতের গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে নিজেই এক টুইট বার্তায় এই তথ্য জানান। আপাতত বাড়ি থেকেই তিনি তার দপ্তরের কাজ চালাবেন বলে জানিয়েছেন।
এদিন সকালে ৪৭ বছর বয়সী সাওয়ান্ত জানান ‘আমি সকলকে জানাতে চাই যে, আমার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আমি অ্যাসিম্পটোম্যাটিক (উপসর্গ হীন), তাই হাম আইসোলেশনে নিজেকে বন্দি রাখছি। আমি বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবো। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করছি।’
গত বছরের মার্চে মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যুর পর গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন প্রমাদ সাওয়ান্ত। মধ্যপ্রদেশ, কর্ণাটক ও হরিয়ানার পর দেশের চতুর্থ মুখ্যমন্ত্রী হিসাবে করোনা পজিটিভ হলেন সাওয়ান্ত।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত গোটা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ লাখের কাছাকাছি। আর মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জনের। গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৩৫৭ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫ জনের।
বিডি প্রতিদিন/ আবু জাফর