শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় করোনাভাইরাসে আশ্রাব আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গরুহাটি এলাকা মারা যান তিনি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট আশ্রাবের নমুনা পরীক্ষা করা হয়। দুইদিন পর ২৯ আগস্ট তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকেই তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। বুধবার বিকেলে তিনি মারা যান।
জেলায় করোনায় মোট মারা গেলেন ১১ জন। এছাড়া জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭৭ জন। আর বাকিরা আইসোলেশনে আছেন।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই বৃদ্ধের সৎকারের ব্যবস্থা নিতে জেলার ইসলামি ফাউন্ডেশনকে অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই