অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ পরিবারের ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে বলরাম পোদ্দার সপরিবারে ঢাকার বেইলী রোডে নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বলরাম পোদ্দারের আত্মীয় আশিষ দাস জানান, গত ১৮ সেপ্টেম্বর বলরাম পোদ্দারের জ্বর ও কাশি দেখা দেয়। চিকিৎসায় জ্বর ভালো হলেও কাঁশি থেকে যায়। পরে তিনি বক্ষব্যাধি ডাক্তারের ব্যবস্থাপত্র নেন।
গত ২০ সেপ্টেম্বর বলরাম পোদ্দারের পরিবারের অন্য সদস্যরা জ্বরে আক্তান্ত হয়ে পড়েন। করোনা পরীক্ষার জন্য বলরাম পোদ্দার ও তার স্ত্রী বিলকিস আক্তার নিপা, ছেলে রাহুল পোদ্দার, মেয়ে পিয়াংকা পোদ্দার গত ২২ সেপ্টেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে নমুনা পরীক্ষা দেন।
২৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষার রিপোর্টে বলরাম পোদ্দারসহ পরিবারের ৪ সদস্যের সবাই করোনা পজেটিভ হয়। বর্তমানে তিনি সপরিবারে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই