চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের কিংদাও শহরের ৯০ লাখ মানুষের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে যাচ্ছে চীন। মাত্র পাঁঁচ দিনে এই এতসংখ্যক মানুষের নমুনা পরীক্ষা করা হবে।
পিতসাগর উপকূলে অবস্থিত এই শহরে করোনার (কোভিড-১৯) সংক্রমণ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিদেশ থেকে সংক্রমণ নিয়ে আসা করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয়দের মধ্যে এক ডজন রোগী পাওয়ার পর এই গণপরীক্ষার সিদ্ধান্ত নেয়া হলো।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবুতে পোস্ট করা একটি বিবৃতিতে কিংদাওয়ের পৌর স্বাস্থ্য কমিশন বলেছে, করোনাভাইরাসের নতুন ক্লাস্টারটি তুলনামূলকভাবে কম মনে হলেও চীনা কর্তৃপক্ষ এখন গণপরীক্ষার কৌশল বেছে নিয়েছে। নগরব্যাপী পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে, তিন দিনের মধ্যে পাঁচটি জেলার মানুষদের পরীক্ষা করা হবে এবং পাঁচ দিনের মধ্যে শহরের সব মানুষদের পরীক্ষা করা হবে। মেডিকেল কর্মী ও নগরীর হাসপাতালে ভর্তি রোগীসহ এক লাখেরও বেশি মানুষ এরই মধ্যে করোনা পরীক্ষা করেছেন এবং তাদের নেগেটিভ রিপোর্ট এসেছে।
এর আগে গত মে মাসে ১০ দিনের মধ্যে উহান শহরের ১ কোটি ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছিল চীন।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ