বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস বলেছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে হার্ড ইমিউনিটির কৌশল বেছে নেয়াকে অনৈতিক। গত সোমবার (১২ অক্টোবর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় গেব্রেয়েসাস জানান, জনসাধারণকে ভাইরাসে সংক্রমিত করে নয়, ভাইরাস থেকে সুরক্ষা দিয়েই হার্ড ইমিউনিটি অর্জন সম্ভব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে সংক্রমণ ছড়াতে দেয়া উচিত। তবে এই কৌশলের বৈজ্ঞানিক এবং নৈতিক কিছু সমস্যা রয়েছে। করোনার দীর্ঘমেয়াদি প্রভাব এবং প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে কতদিন লাগে সে সম্পর্কে এখনো খুব বেশি কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন, অ্যান্টিবডি পরীক্ষা করে দেখা গেছে বেশিরভাগ দেশে ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। জনস্বাস্থ্যের ইতিহাসে কোন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে কখনোই হার্ড ইমিউনিটির কৌশল বেছে নেয়া হয়নি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ