২৫ নভেম্বর, ২০২০ ২১:১৯

হাসপাতাল পরিদর্শনে গেলেন করোনায় আক্রান্ত রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

হাসপাতাল পরিদর্শনে গেলেন করোনায় আক্রান্ত রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী

তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন

ভারতের রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী ড. রঘু শর্মাস্বা করোনায় আক্রান্ত। করোনা নিয়েই তিনি গেলেন হাসপাতাল পরিদর্শনে। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বললেন রোগীদের সঙ্গে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর এমন আচরণ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রসঙ্গত, গত সোমবার টুইট করে তার করোনায়  আক্রান্ত হওয়ার কথা সবাইকে জানান মন্ত্রী। 

ওইদিনই চিকিৎসার জন্য রঘু শর্মা ভর্তি হয়েছিলেন জয়পুরের আরইউএইচএস হাসপাতালে। পরদিন মঙ্গলবার তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। খতিয়ে দেখেন করোনার জন্য কী বিশেষ পরিকাঠামো গঠন করা হয়েছে। পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা পরিষেবা সম্পর্কে জিজ্ঞাসাবাদও করেন। তিনি নিজেই সেই পরিদর্শনের ছবি শেয়ার করেন টুইটারে। তার এমন ‘কাণ্ড’ দেখে ক্ষুব্ধ নেটিজেনদের অনেকেই। ওই পোস্টের নিচে অনেকেই অভিযোগ জানিয়ে লেখেন, এই ধরনের আচরণ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

অথচ ২৩ নভেম্বর নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর দেওয়ার সময় তিনি জানিয়ে দিয়েছিলেন, যারা গত কয়েক দিনে তার সংস্পর্শে এসেছেন, তারা সকলেই যেন আইসোলেশনে চলে যান। প্রয়োজনমতো পরীক্ষা করিয়ে নেন। এখানেই শেষ নয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি ভিডিও পোস্ট করেন মন্ত্রী। সেখানে স্বাস্থ্যমন্ত্রীকে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে সবার উদ্দেশে কথা বলতে। তিনি বলেন, ‘আমি আগেই বলেছিলাম রাজস্থানে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে যেতে পারে ১৫ ডিসেম্বরের আগে। আজ রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা তিন হাজারেরও বেশি। এই পরিস্থিতিতে আমি সবার কাছে আর্জি জানাচ্ছি, করোনাকে হালকাভাবে নেবেন না। সবসময় মাস্ক ব্যবহার করুন।’

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, সবাইকে এমন পরামর্শ দেওয়ার পর তিনি নিজে কোন বিবেচনা থেকে করোনা আক্রান্ত হয়ে এভাবে হাসপাতালে পরিদর্শনে বেরলেন? তার পোস্টের নিচে এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘মন্ত্রীমশাই, আপনি কী বার্তা দিচ্ছেন জনতাকে? নিজে কোভিড পজিটিভ হয়েও এমন আচরণ করছেন!’ 

সূত্র: সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

সর্বশেষ খবর