দেশে গত ২৪ ঘণ্টায় করেনাভাইরাসের মোট টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৬০ জন।তাদের মধ্যে মাত্র তিনজনের শরীরে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন-জ্বর, টিকা দেওয়ার স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৫৪ লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৩৬ জনের শরীরে। পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছে ৬৮ লাখ ৩৮ হাজার ৮১৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৪২ হাজার ৩৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ২৯৬ জন এবং নারী ১৮ হাজার ৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন