বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় আজ মোহম্মদ আলী(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামে। ওই ইউনিয়নের সাবেক এই ইউপি সদস্য ৩০ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হলে তার রিপোর্ট পজিটিভ আসে। করোনা ইউনিটের দায়িত্বরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কামরুল আজাদ বলেন, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা সাধ্যমত চেষ্টা করি নিয়ন্ত্রণে আনার। আজ সকালে তিনি মারা যান।
বরগুনা সিভিল সার্জন অফিসের স্বাস্হ্য তত্ত্বাবধায়ক খান সালামত উল্লাহ জানান, শুক্রবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আজ পর্যন্ত জেলায় ১১২২ জন। সুস্হ হয়েছেন ১০২৭ জন।
বিডি প্রতিদিন/আল আমীন