রাঙামাটিতে দ্বিতীয় করোনা টিকা মজুদ করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে ১৮ হাজার টিকা এসে পৌঁছায়। রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা এ টিকা গ্রহণ করেন। এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) মো. মারুফ হাসান উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা সিভিল সার্জন বিপাশ খীসা জানান, 'দ্বিতীয় করোনা টিকা ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পর ইপিআর স্টোরে রাখা হয়েছে। রাঙামাটি জেলার ১০টি উপজেলায় এসব টিকা পাঠানো হবে। প্রথমে ১২ হাজার ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু চাহিদা বেশি থাকায় চট্টগ্রাম থেকে আরও ৬হাজার টিকা আনা হয়েছে।'
টিকার দ্বিতীয় ডোজ পর্যায়ক্রমে সাধারণ মানুষকে দেওয়া হবে। এছাড়াও প্রথম ধাপের করোনা টিকা কার্যক্রম চলমান রয়েছে। রাঙামাটি জেলায় এখন পর্যন্ত ৩০ হাজার ৭৯৩ জনকে প্রথম ধাপের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের টিকা কার্যক্রমও শুরু হয়েছে। তবে যাদের প্রথম টিকা নেওয়ার পর ২ মাস হয়েছে শুধুমাত্র তাদের দ্বিতীয় ধাপের টিকা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির